প্রশ্ন
কেউ কেউ বিশ্বাস করে, তার পীর সাহেব হাশরের ময়দানে তাকে রক্ষা করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে এ ধরনের বিশ্বাস রাখার বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাশরের ময়দানে প্রত্যেক মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। সেদিন পীর-আওলিয়া তো দূরের কথা নবীগণও নিজেদেরকে নিয়ে পেরেশান থাকবে। মা তার সন্তানকে ভুলে যাবে। সন্তান তার মাকে ভুলে যাবে। প্রত্যেককে তার নিজ নিজ অবস্থা নিয়েই ফিকির করতে হবে। কেউ কাউকে রক্ষা করতে পারবে না। প্রত্যেককে তার নিজ আমল ও আল্লাহর অনুগ্রহ দিয়েই জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে। এ জন্য রাসূল (সা.) নিজ কন্যা ফাতেমাকে লক্ষ্য করে বলেন-
يا فاطمة ! انقذي نفسك من النار، فاني لا أملك لكم من الله شيئا
‘হে ফাতেমা! তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা কর। আল্লাহর সামনে আমি তোমাদের জন্য কিছু করার অধিকার রাখি না।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫২২]
হ্যাঁ, আল্লাহ যখন যাকে সুপারিশের অনুমতি প্রদান করবেন তখন তিনি সুপারিশ করতে পারবেন।
তো যেখানে নবীই তার কন্যার জন্য কিছু করতে না পারার কথা বলছেন সেখানে পীর-আওলিয়াদের ক্ষমতা আর কতটুকু থাকবে তা তো বলাই বাহুল্য। তাছাড়া পীর নিজে জান্নাতে যাবে কি না –তারও তো কোন গ্যারান্টি নেই।
তাই এ ধরনের শিরকি বিশ্বাস থেকে অবশ্যই তাওবা করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5683/article-details.html