প্রশ্ন
জনৈকা নারী পরকিয়ায় লিপ্ত হয়ে তার বর্তমান স্বামীকে ডিভোর্স দিয়ে আরেক স্বামীকে নিয়ে থাকছে। যে দিন সে ডিভোর্স দিয়েছে সেদিনই সে নতুন স্বামীকে বিবাহ করেছে। তার এ কাজটি শরিয়তের দৃষ্টিতে বৈধ হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তে তালাক দেওয়ার ক্ষমতা পুরুষের। নারীর নয়। যায়দ ইবনু সাবিত (রা.) বলেন-
عن زَيد بن ثابت ، قال : الطلاق بالرجال ، والعدة بالنساء
তালাক হবে পুরুষের মাধ্যমে ইদ্দত হবে মহিলার মাধ্যমে। [সুনানে সুগরা, বায়হাকি, হাদিস: ২৮৬১]
তবে যদি স্বামী তার স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করে তাহলে স্ত্রী নিজের উপর তালাক প্রয়োগ করতে পারে। প্রশ্নোক্ত ক্ষেত্রে মহিলা যদি স্বামীর দেওয়া অধিকার বলে নিজের উপর তালাক প্রয়োগ করে তাহলে তালাক হয়েছে। অন্যথায় তালাক কার্যকর হয়নি।
দ্বিতীয়ত তালাক কার্যকর হওয়ার পর ইদ্দত পূর্ণ হওয়ার পূর্বে অন্য কোথাও বিবাহ করা বৈধ নয়। সুতরাং সে যেহেতু ইদ্দতের পূর্বেই আরেকজনকে বিবাহ করেছে তাই তার দ্বিতীয় বিবাহও সহিহ হয়নি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5667/article-details.html