প্রশ্ন
আমার ছোট বোনের বয়স ১৬ বছর। কেন যেন তার মাথার সবগুলো চুল উঠে গেছে। এখন তার বিয়ের কথাবার্তা চলছে। সে কি তার মাথায় কৃত্রিম চুল লাগাতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় মহিলাদের জন্য কৃত্রিম চুল ব্যবহার করা নিষেধ। হাদিস শরিফে এসেছে,
عن أسماء ابنة أبي بكر أن رسول الله صلى الله عليه وسلم لعن الواصلة والمستوصلة
‘রাসূল (সা.) তার উপর লানত করেছেন, যে কৃত্রিম চুল লাগিয়ে দিতে বলে এবং যে লাগায়।’ [সুনানে কুবরা, নাসায়ী, হাদিস: ৯৩৭৪]
তবে ফুকাহায়ে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন: অধিক প্রয়োজন হলে কৃত্রিম চুল লাগানোর অবকাশ রয়েছে। তাই আপনার বোন কৃত্রিম চুল লাগাতে পারবে।
রদ্দুল মুহতার ৬/৩৭৩, উমদাতুল কারী ২২/৬৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5659/article-details.html