প্রশ্ন
আমার ভাতিজা টিভি ভিসিআর ইত্যাদি ঠিক করে। জানতে চাই, তার ইনকাম কি হালাল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
টিভি, ভিসিআরের মাধ্যমে সাধারণত মানুষ অশ্লীল ও নাজায়েয দৃশ্যবলী দেখে থাকে। তাই এগুলো ঠিক করে দেওয়ার পেশা এক জন মুসলমানের জন্য গ্রহণ করা কোনভাবেই উচিৎ নয়। কুরআন কারিমে আল্লাহ তাআলা বলেন-
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
তোমরা অন্যায় ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সাহায্য কর না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। [সূর মায়েদা, আয়াত: ২]
তাই তাকে বলবেন, এই পেশা ত্যাগ করে অন্য কোন জায়েয পেশা গ্রহণ করে নিতে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5623/article-details.html