প্রশ্ন
রোজা রাখা অবস্থায় গোসলের সময় একবার আমার কানে পানি ঢুকে। তখন আমার আম্মা বললেন, কানে পানি ঢুকার কারণে রোজা ভেঙ্গে গেছে। তার কাছে রোজা ভেঙ্গে যাওয়ার কথা শুনে আমি ইচ্ছাকৃত পানাহার করে ফেলি। পরে জানতে পারি যে, কানে পানি প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না। এখন প্রশ্ন হলো, উক্ত কারণে কি আমার উপর কাফফারাও আবশ্যক হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রোজা ভেঙ্গে গেছে মনে করে কেউ যদি ইচ্ছাকৃত পানাহার করে তাহলে এর দ্বারা শুধু রোজার কাযা আবশ্যক হয়। কাফফারা আবশ্যক হয় না।
হাদিস শরিফে এসেছে,
عن علي بن حنظلة، عن أبيه، قال: شهدت عمر بن الخطاب في رمضان، وقرب إليه شراب فشرب بعض القوم وهم يرون أن الشمس قد غربت، ثم ارتقى المؤذن فقال: يا أمير المؤمنين والله للشمس طالعة لم تغرب، فقال عمر: منعنا الله من شرك مرتين أو ثلاثة، يا هؤلاء من كان أفطر فليصم يوما مكان يوم، ومن لم يكن أفطر فليتم حتى تغيب الشمس
‘আলী ইবনে হানযালা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি রোজার মাসে উমর (রা.)-এর নিকট ছিলেন। তার নিকট পানীয় পেশ করা হল। উপস্থিত লোকদের কেউ কেউ সূর্য ডুবে গেছে ভেবে তা পান করে ফেলল। এরপর মুয়াযযিন আওয়াজ দিল, আমীরুল মুমিনীন! সূর্য এখনো ডুবেনি। তখন উমর (রা.) বললেন, যারা ইফতারি করে ফেলেছে তারা একটি রোজা কাযা করবে। আর যারা ইফতারি করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৯০৪৫]
তাই আপনার একটি রোজা কাযা করলেই চলবে। কাফফারা দেওয়া লাগবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5612/article-details.html