প্রশ্ন
আমাদের এলাকার এক ব্যক্তি মারা যাওয়ার পর তার স্ত্রী ঠিকমত ইদ্দত পালন করছে না। এক্ষেত্রে ইদ্দত পালন না করার গুনাহ কি তার মৃত স্বামীর হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জন্য ইদ্দত পালন করা আবশ্যক।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَعَشۡرٗاۖ فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ بِٱلۡمَعۡرُوفِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
‘আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে, তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে। অতঃপর যখন তারা ইদ্দতকাল পূর্ণ করবে, তখন তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করবে, সে ব্যাপারে তোমাদের কোন পাপ নেই। আর তোমরা যা কর, সে ব্যাপারে আল্লাহ সম্যক অবগত।’ [সূরা বাকারা, আয়াত: ২৩৪]
সুতরাং স্ত্রী যদি ইদ্দত পালন না করে তাহলে এর গুনাহ তার উপরই বর্তাবে। স্বামী এ কারণে গুনাহগার হবে না।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ إِلَّا عَلَيْهَا وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْر أُخْرَى
‘যে ব্যক্তি কোন গোনাহ করে, তা তারই দায়িত্বে থাকে। কেউ অপরের বোঝা বহন করবে না।’ [সূরা আনআম, আয়াত: ১৬৪]
তাই স্বামী এ কারণে দোষী হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5576/article-details.html