প্রশ্ন
আমি চাচ্ছি যাকাতের টাকা দিয়ে কিছু কিতাব কিনে একটি মাদরাসায় দান করে দিব। প্রশ্ন হলো, এর দ্বারা কি আমার যাকাত আদায় হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাত আদায় হওয়ার জন্য যাকাতগ্রহীতাকে মালিক বানিয়ে দেওয়া শর্ত। মালিক বানানো পাওয়া না গেলে যাকাত আদায় হবে না।
হাদিস শরিফে এসেছে,
عن الثوري قال: الرجل لا يعطي زكاة ماله…..في كفن ميت، ولا دين ميت، ولا بناء مسجد، ولا شراء مصحف، ولا يحج بها
‘সুফিয়ান সাওরী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি তার মালের যাকাত কোনো মৃতের কাফনের জন্য দিতে পারবে না, তার ঋণ পরিশোধের জন্য দিতে পারবে না, কোনো মসজিদ নির্মাণের জন্য দান করতে পারবে না, কুরআন মাজিদ ক্রয় করার জন্য দিতে পারবে না এবং এর দ্বারা হজ করতে পারবে না।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ৭১৭০]
যেহেতু যাকাতের টাকা দিয়ে কিতাব কিনে মাদরাসায় দান করলে মালিক বানানো পাওয়া যাচ্ছে না, তাই যাকাতের টাকা দিয়ে কিতাব কিনে মাদরাসায় দান করলে যাকাত আদায় হবে না।
তবে সেই কিতাবগুলোকে মাদরাসার যাকাত গ্রহণের উপযুক্ত কোন ছাত্রকে মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে জায়েয আছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5566/article-details.html