প্রশ্ন
আমি শুনেছি, হজরে আসওয়াদ নাকি সাদা ছিল। পরবর্তীতে আদম সন্তানের গুনাহ গ্রহণ করতে করতে কালো হয়ে গিয়েছে। বিষয়টি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হজরে আসওয়াদ প্রথমে ধবধবে সাদা ছিল। পরবর্তীতে আদম সন্তানের গুনাহ তাকে কালো করে দিয়েছে।
হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَ الْحَجَرُ الأَسْوَدُ مِنَ الْجَنَّةِ وَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ فَسَوَّدَتْهُ خَطَايَا بَنِي آدَمَ
‘ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, জান্নাত হতে হাজরে আসওয়াদ অবতীর্ণ হয়েছিল দুধ হতেও বেশি সাদা অবস্থায়। কিন্তু এটিকে আদম সন্তানের গুনাহ এমন কালো করে দিয়েছে।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৮৭৭]
তাই আপনি যে কথাটি শুনেছেন তা সঠিক।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5518/article-details.html