প্রশ্ন
আমি কবুতর পালি। মাঝে মাঝে সেগুলো নিয়ে লটারী লাগাই। এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবুতর পালা শরিয়তের দৃষ্টিতে বৈধ। তবে তার যথাযথ আদর যত্ন করতে হবে। কিন্তু এগুলো দিয়ে খেলাধুলা করানো বা লটারী লাগানো কোনোক্রমেই বৈধ নয়।
হাদিস শরিফে এসছে,
أَنَّ رَسُولَ اللَّهِ – ﷺ – رَأَى رَجُلًا يَتْبَعُ حَمَامَةً ، فَقَالَ : شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانَةً
‘রাসূল (সা.) জনৈক ব্যক্তিকে দেখলেন, সে কবুতরের পিছনে দৌড়াচ্ছে (খেলা করছে)। তখন তিনি বললেন, এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটছে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪০]
এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসীনে কেরামগণ বলেন, এখানে দৌড়ানো দ্বারা উদ্দেশ্য হলো, খেলাধুলা করা।
ইমাম নববী (রহ.)বলেন,
اتخاذ الحمام للفرخ والبيض، أو الأنس، أو حمل الكتب، جائز بلا كراهة…. وأما اللعب بها للتطير، فالصحيح أنه مكروه، فإن انضم إليه قمار ونحوه، ردت الشهادة
‘কবুতরকে ডিম এবং বাচ্চা ফুটানোর কাজে অথবা শখের জন্য অথবা চিঠিপত্র বহন করার জন্য পালন করা জায়েয। …কিন্তু তা দ্বারা খেলাধুলা করা মাকরূহ। আর যদি কবুতর উড়িয়ে লটারী দেওয়া হয় তবে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না।’ [মিরকাত ৮/৩২৬]
তাই এ জাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5482/article-details.html