প্রশ্ন
আমাদের এলাকার এক ব্যক্তি সুদী লেনদেনের সাথে জড়িত। সে ঐ টাকা দিয়েই একটি জমি কিনে মসজিদের জন্য দিয়েছে। প্রশ্ন হলো, ঐ জমিতে নামাজ পড়া যাবে কি? যেহেতু তা সুদী টাকা দিয়ে ক্রয়কৃত।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুদী টাকা দিয়ে কেনা জমিতে নামাজ পড়া উচিৎ নয়। নামাজ পড়লে তা মাকরূহে তাহরিমী হবে।
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, হে লোক সকল, নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি একমাত্র পবিত্রটাই গ্রহণ করেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ১০১৫]
মসজিদ আল্লাহর ঘর। তাই তাতে এমন ব্যক্তির দান গ্রহণ করা উচিৎ নয়, যার ইনকাম হারাম।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5470/article-details.html