প্রশ্ন
কিয়ামতের দিন জীন ও মানুষের মত জীব–জন্তুরও কি হিসাব হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুনিয়াতে জীব-জন্তুর কোনো বিধি নিষেধ না থাকলেও কিয়ামতের দিন আল্লাহর চূড়ান্ত ইনসাফের বহিঃপ্রকাশের জন্য একে অন্যের প্রতি জুলুমের প্রতিশোধ নেওয়ার পর তারা মাটিতে পরিণত হয়ে যাবে।
হাদিস শরিফে এসেছে,
يَقْضِي اللهُ بَينَ خَلْقِهِ الجِنِّ والإنْسِ والبَهائم، وإنَّه لَيَقِيدُ يَوْمَئِذٍ الجَمَّاءَ مِنَ القَرْناءِ، حتى إذَا لَمْ يَبْقَ تَبِعَةٌ عِنْدَ وَاحِدَةٍ لأخْرَى، قالَ اللهُ: كُونُوا تُرَابًا، فَعِنْدَ ذلكَ يَقُولُ الكافِرُ: يا لَيْتَنِي كُنْتُ تُرَابًا
‘কিয়ামতের দিন সব প্রাণী, জিন, মানুষ ও চতুষ্পদ জন্তুর মাঝে আল্লাহ তাআলা এমন সুবিচার করবেন যে কোনো শিং-বিশিষ্ট জন্তু কোনো শিংবিহীন জন্তুকে দুনিয়ায় আঘাত করে থাকলে এ দিনে তারও প্রতিশোধ নেওয়া হবে। যখন তাদের পারস্পরিক অধিকার ও নির্যাতনের প্রতিশোধ নেওয়া সমাপ্ত হবে, তখন আদেশ দেওয়া হবে : ‘তোমরা সব মাটি হয়ে যাও।’ অতঃপর সব জন্তু তৎক্ষণাৎ মাটির স্তূপে পরিণত হবে। এ সময় কাফিররা আক্ষেপ করে বলবে, ‘হায় আফসোস! আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম।’ [তাফসীরে তাবারী ২৪/৫৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5406/article-details.html