প্রশ্ন
আমি শুনেছি, চুল, নখ বা অবাঞ্চিত পশম কাটার পর সেগুলো দাফন করে দিতে হয়। কিন্তু আমরা যারা ঢাকায় বসবাস করি তারা এগুলো দাফন করার মত জায়গা পায় না। এক্ষেত্রে এগুলো কমোডে ফেলে দিলে কি কোনো সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চুল, নখ বা শরীরের অবাঞ্চিত পশম কাটার পর দাফন করে দিতে হয়। হাদিসে এমনটিই এসেছে।
হাদিস শরিফে এসেছে,
عَنْ رَجُلٍ، مِنْ بَنِي هَاشِمٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَرَ بِدَفْنِ الشَّعْرِ، وَالظُّفُرِ، وَالدَّمِ
‘বনু হাশেমের জনৈক ব্যক্তি থেকে বর্ণিত, রাসূল (সা.) চুল, নখ ও রক্ত দাফন করতে নির্দেশ দিয়েছেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২৫৬৬১]
তবে যদি মাটিতে দাফন করার সুযোগ না থাকে, তাহলে ময়লার ঝুড়িতে বা অন্য কোথাও ফেলে দিবে। কমোডে না ফেলাই ভালো।
আর শরীরের যে অংশ দেখা জায়েয নেই, সেখানের পশমও দেখা জায়েয নেই, তাই সে সকল অঙ্গের পশম কমোডে ফেলা যাবে অথবা এমন স্থানে ফেলবে যেন কারো নজরে না পড়ে।
আদ্দুররুল মুখতার ৬/৩৭১; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৪১; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৯, ৫/৩৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5334/article-details.html