প্রশ্ন
আমি সরিষার তেলের ব্যবসা করি। এক্ষেত্রে আমি সবসময় খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করি। যে কারণে দাম একটু বেশি হয়। কিন্তু অন্যান্য যারা সরিষার তেলের ব্যবসা করে তারা সরিষার তেলের সাথে পামঅয়েল, সয়াবিন ও রাইজব্রান্ডতেল মিক্স করে কম দামে বিক্রি করে। এ জন্য আমার ব্যবসায় লোকসান হচ্ছে। আমার প্রশ্ন হলো, আমি কি ভেজাল সরিষার তেল কম দামে বিক্রি করতে পারব? অন্যথায় লোকসান থেকে বাঁচার উপায় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়তে আমানতদারিতার ও সততার গুরুত্ব অনেক। এতে দুনিয়া ও আখেরাতের অনেক কল্যাণ নিহিত রয়েছে। অপরদিকে ব্যবসার ক্ষেত্রে ধোঁকার আশ্রয় নেওয়া হারাম। এতে ব্যবসা বরকতহীন হয়ে পড়ে।
হাদিস শরিফে এসেছে,
فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَذَبَا وَكَتَمَا فَعَسَى أَنْ يَرْبَحَا رِبْحًا وَيُمْحَقَا بَرَكَةَ بَيْعِهِمَا
‘রাসূল (সা.) বলেন, যদি ক্রেতা এবং বিক্রেতা সত্য বলে এবং সবকিছু স্পষ্ট করে (লেনদেন করে) তাহলে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত হবে। আর যদি গোপন রেখে (লেনদেন করে) এবং মিথ্যা বলে তবে হয়তো খুব লাভ করবে কিন্তু তাদের ব্যবসায় বরকত থাকবে না।’ [সহিহ বুখারি, হাদিস:২১১৪]
আরেক হাদিসে এসেছে,
عن ابن عمر قال: مرَّ رسول الله صلي الله عليه وسلم بطعام وقد حسَّنه صاحبُه، فأدخل يده فيه، فإذا طعام رديء، فقال: بِعْ هذا على حِدَة، وهذا على حدة، فمن غَشَّنَا فليس منَّا
‘ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.)এমন খাবারের নিকট দিয়ে অতিক্রম করেন যার মালিক তা সুন্দর করে সাজিয়ে রেখেছিল।তিনি তাতে হাত ঢুকালেন এবং দেখতে পেলেন, ভেতরের খাদ্য নিম্নমানের। তখন তিনি বললেন, এটা পৃথকভাবে বিক্রি কর আর ওটা পৃথকভাবে বিক্রি কর। কেননা যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’[মুসনাদে আহমাদ,হাদিস: ৫১১৩]
সুতরাং আপনার জন্য ভেজাল মিশ্রিত সরিষার তেল বিক্রি করা জায়েয হবে না। তবে আপনি যদি সেই মিশ্রণের কথা উল্লেখ করে বিক্রি করেন, তাহলে তার বিক্রয় জায়েয হবে।
হাদিস শরিফে এসেছে,
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، وَلَا يَحِلُّ لِمُسْلِمٍ بَاعَ مِنْ أَخِيهِ بَيْعًا فِيهِ عَيْبٌ إِلَّا بَيَّنَهُ لَهُ
‘উকবা ইবনে আমের (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি, মুসলমান মুসলমানের ভাই। অতএব কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের কাছে পণ্যের ক্রটি বর্ণনা না করে তা বিক্রয় করা বৈধ নয়।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৪৬]
উল্লেখ্য, লোকসান থেকে বাঁচার জন্য আপনি কোনো জায়েয পন্থা খুঁজে বের করতে পারেন। কোনোভাবে যদি আপনি ক্রেতাকে বুঝাতে সক্ষম হন যে, আপনার তেলে কোনো কিছু মিশ্রিত করা হয় না, তাহলে ক্রেতারা বেশি দাম দিয়ে হলেও আপনার কাছ থেকে তেল ক্রয় করবে। লোকসানের হাত থেকে বাঁচার জন্য কোনো ধোঁকার আশ্রয় নেওয়া যাবে না।
আলবাহরুর রায়েক ৬/৩৫; আদ্দুররুল মুখতার ৫/৪৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5289/article-details.html