প্রশ্ন
চাচাতো বোনের সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার মা দাবি করে বসেন যে, তিনি আমার চাচাতো বোনকে দুধ পান করিয়েছেন। অথচ এ ব্যাপারে তার কোনো সাক্ষী নাই। এমতাবস্থায় আমার চাচাতো বোনকে বিয়ে করা আমার জন্য বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জন্মসূত্রের ভিত্তিতে যাদেরকে বিয়ে করা হারাম, দুধ সম্পর্কের কারণেও তাদেরকে বিয়ে করা হারাম।
হাদিস শরিফে এসেছে,
عن عائشة، قالت: قال لي رسول الله صلى الله عليه وسلم: يحرم من الرضاعة ما يحرم من الولادة
‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, জন্মসূত্রের কারণে যাদের সাথে বিবাহ হারাম, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে বিবাহ হারাম।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪৪৪]
প্রশ্নোক্ত ক্ষেত্রে কোনো সাক্ষী না থাকলেও আপনার মা যেহেতু আপনার চাচাতো বোনকে দুধ পান করানোর কথা বলেছেন, তাই আপনার জন্য আপনার চাচাতো বোনকে বিয়ে করা বৈধ হবে না।
মাবসূত, সারাখসী ৫/১৩৮; তাবয়ীনুল হাকায়েক ২/৬৪৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5258/article-details.html