প্রশ্ন
আমাদের এলাকার এক ব্যক্তি অসচ্ছল। তার কিছু জমি আছে। প্রশ্ন হলো, তার জমিতে কি ওশর আসবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওশর এর সম্পর্ক জমির সাথে। ব্যক্তির সাথে নয়। তাই কোনো ব্যক্তি অসচ্ছল হলেও তার জমি যদি ওশরি হয়, তাহলে তার উপর ওশর আসবে।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَهُوَ الَّذِي أَنْشَأَ جَنَّاتٍ مَعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ كُلُوا مِنْ ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
‘আর তিনি (আল্লাহ) যিনি লতাগুল্ম বিশিষ্ট আর লতা-বিশিষ্ট নয় এমন উদ্যানরাজি, খেজুর গাছ ও বিভিন্ন স্বাদের খাদ্যশস্য, একই ধরনের ও আলাদা ধরনের যায়তুন ও ডালিম সৃষ্টি করেছেন। যখন ফল ধরে তখন ফল খাও, আর ফসল তোলার দিন (নির্ধারিত ওশর ও অনির্ধারিত দানের মাধ্যমে) হক আদায় কর, অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ [সূরা আনআম, আয়াত: ১৪১]
অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতে আয়াতে হক বলতে ফসলের যাকাত ওশর উদ্দেশ্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/5233/article-details.html