প্রশ্ন
আমরা দুই ভাই। আমাদের পিতা মারা যাওয়ার পর পিতার সম্পত্তি বণ্টন করা হয়নি। প্রতি বছর পিতার সম্পদ থেকে আমরা তার নামে কুরবানি করে থাকি। আমার জানার বিষয় হলো, এভাবে কুরবানি করলে কি কুরবানি হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃতের উপর কুরবানি ওয়াজিব হয় না। তাই আপনারা যদি পিতার নামে কুরবানি করে থাকেন তাহলে তা নফল কুরবানী হবে।
এ ক্ষেত্রে ইজমালী সম্পত্তি থেকে কুরবানি করতে হলে সকল ওয়ারিশের স্বতঃস্ফূর্ত সম্মতি লাগবে এবং ওয়ারিশদের মধ্যে কোনো নাবালেগ থাকতে পারবে না।
যদি এ সকল শর্ত ঠিক রেখে আপনারা কুরবানি করে থাকেন তাহলে আপনাদের কুরবানি সহিহ হয়েছে। অন্যথায় সহিহ হয়নি।
তবে এক্ষেত্রে আপনাদের আসল করণীয় হলো, পিতার সম্পত্তি বণ্টন করে প্রত্যেকে তার প্রাপ্ত অংশ তার ব্যক্তিগত সম্পদের সাথে যুক্ত করবে। এরপর যার মালিকানায় মৌলিক প্রয়োজন ব্যতিত সাড়ে ৫২ তোলা রূপার সমমূল্যের স্বর্ণ, রূপা, টাকা-পয়সা বা অন্যান্য কোনো সম্পদ থাকবে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে এবং তাকে কুরবানি দিতে হবে। আর পিতার জন্য করলে তা নফল কুরবানি হবে।
হাদিস শরিফে এসেছে,
عن أبي هريرة، رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من كان له مال فلم يضح فلا يقربن مصلانا
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন,যার সম্পদ রয়েছে কিন্তু কুরবানী করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে।’[মুস্তাদরাকে হাকেম, হাদিস: ৩৫১৯]
তবে কারো কাছে যদি সেই পরিমাণ সম্পদ না থাকে এবং এরপরও সে কুরবানি করে, তাহলে তা নফল হিসেবে গণ্য হবে।
ফাতওয়া হিন্দিয়া ১/১৮১; এলাউস সুনান ১৭/২১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5197/article-details.html