প্রশ্ন
আমার চাচা কুরবানির সময় কসাইয়ের সাথে এভাবে চুক্তি করেছে যে, সে চাচার গরু বানিয়ে দিলে চাচা তাকে ২ হাজার টাকা ও এক কেজি গোশত দিবেন। গরু বানানোর পর চাচা তাকে চুক্তি অনুসারে ২ হাজার টাকা ও ১ কেজি গোশত দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি শরিয়ত সম্মত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এখন আমার চাচার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আলাদা টাকার দ্বারা কসাইয়ের পারিশ্রমিক নির্ধারণ করতে হয়। কুরবানির পশুর গোশত বা কোনো অংশ দ্বারা কসাইয়ের পারিশ্রমিক নির্ধারণ করা জায়েয নেই।
হাদিস শরিফে এসেছে,
عن علي، قال: أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقوم على بدنه، وأن أتصدق بلحمها وجلودها وأجلتها، وأن لا أعطي الجزار منها، قال: نحن نعطيه من عندنا
‘আলী রা. থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল (সা.) আমাকে আদেশ করেছেন, যেন আমি তাঁর উটের দায়িত্ব গ্রহণ করি এবং তার গোশত, চামড়া ও আনুষাঙ্গিক আচ্ছাদনবস্ত্র সদকা করি এবং (তিনি আদেশ করেছেন) এসব থেকে কোনো কিছু যেন কসাইকে না দেই। তিনি বলেছেন, তাকে (কসাইকে) তো আমরা নিজেদের থেকেই পারিশ্রমিক দিব।’[সহিহ মুসলিম, হাদিস: ১৩১৭]
তাই কসাইয়ের জন্য আলাদা পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। আপনার চাচা যেহেতু ১ কেজি গোশত দিয়ে দিয়েছেন, তাই এক্ষেত্রে তার করণীয় হলো, সেই ১ কেজি গোশতের মূল্য গরীবদের মাঝে সদকা করে দেওয়া।
বাদায়েউস সানায়ে ৪/২২৫; আদ্দুররুল মুখতার ৬/৩২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5195/article-details.html