প্রশ্ন
এক ব্যক্তি বিবাহিত। সে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষার জন্য ভর্তির আবেদন করে। সে প্রতিষ্ঠানে ভর্তির পূর্বশর্ত হলো অবিবাহিত হওয়া। সে ভর্তির কাগজপত্রে নিজেকে অবিবাহিত হিসেবে লিখে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হলে মৌখিকভাবেও সে বলে যে, সে অবিবাহিত। এখন আমার জানার বিষয় হলো, ভর্তি হওয়ার জন্য তার এভাবে মিথ্যা বলাটা কি বৈধ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মিথ্যা বলা শরিয়তের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত একটি কাজ ও কবীরা গুনাহ। তাই মিথ্যা বলার কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পার্থনা করতে হবে।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ
‘তোমরা মুর্তিপূজার নোংরামী থেকে বাঁচো এবং মিথ্যা কথা থেকে বাঁচো।’[সূরা হজ, আয়াত: ৩০]
পাশাপাশি বিবাহিত হওয়ার বিষয়টি গোপন করে উক্ত প্রতিষ্ঠানের ভর্তির শর্ত ভঙ্গ করে সে ধোঁকা ও প্রতারণার আশ্রয় নিয়েছে। এটিও মারাত্মক অন্যায় হয়েছে।
হাদিস শরিফে এসেছে,
من غشنا فليس منا
‘যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়’ [সহিহ মুসলিম, হাদিস: ১০১]
ভবিষ্যতে এজাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে এবং কায়মনোবাক্যে আল্লাহর কাছে তওবা-ইসতেগফার করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5193/article-details.html