প্রশ্ন
আমি শুনেছি কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করতে হয়। অপরদিকে আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় যদি কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করি তাহলে আমার পরিবারের সদস্যরা তৃপ্তিসহকারে খেতে পারবে না। এখন জানার বিষয় হলো, কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন না করলে কি কোনো সমস্যা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করা মুস্তাহাব। জরুরি কোনো বিষয় নয়। সুতরাং ৩ ভাগে বণ্টন না করলেও কোনো সমস্যা হবে না।
হাদিস শরিফে এসেছে,
فَكُلُواوَادَّخِرُواوَتَصَدَّقُوا
রাসূল (সা.) ইরশাদ করেছেন,‘(কুরবানির গোশত) তোমরা খাও, জমা করে রাখো এবং (গরীব-অসহায়দেরও) দান করো।’ [সহিহ মুসলিম হাদিস: ১৯৭১]
তবে স্বাভাবিক অবস্থায় কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করা উত্তম। কারণ রাসূল (সা.) কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করতেন।
হাদিস শরিফে এসেছে,
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, ‘রাসূল (সা.) তার কুরবানীর গোশতের তিন ভাগের একভাগ পরিবার-পরিজনকে দিতেন। আরেক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং একভাগ ভিক্ষুক ও অসহায়দের দান করতেন।’ [আল মুগনী ১৩/৩৭৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5180/article-details.html