প্রশ্ন
আমার চাচা মৃত্যুর আগে তার অন্যান্য সন্তানদের সাথে রাগ করে তার সকল সম্পত্তি ছোট মেয়েকে দান করে দখল বুঝিয়ে দেন। অন্যান্য ওয়ারিশরা বিরোধিতা করলেও তিনি ভ্রুক্ষেপ করেননি। আমার প্রশ্ন হলো, তার এ দান করা কি সহিহ হয়েছে? উল্লেখ্য, তার আরো দুইজন মেয়ে আছে।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী যেহেতু আপনার চাচা তার ছোট মেয়েকে সকল সম্পত্তি দান করে দখল বুঝিয়ে দিয়েছেন, তাই তার এ দান সহিহ হয়েছে। তবে এভাবে ছোট মেয়েকে সকল সম্পত্তি দান করে বাকি দুই মেয়েকে বঞ্চিত করা তার মোটেও ঠিক হয়নি। এক্ষেত্রে সমতা বজায় রাখা তার জন্য জরুরি ছিল। ওয়ারিশদেরও উচিৎ ছিল বিষয়টি তাকে নম্রভাবে বুঝানো এবং এ ধরনের কাজ থেকে বিরত রাখা।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَمَنْ خَافَ مِنْ مُوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
‘তবে কেউ যদি অসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব ও পাপের আশঙ্কা করে, অতঃপর তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো পাপ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ [সূরা বাকারা, আয়াত: ১৮২]
যেহেতু আপনার চাচা সকল সম্পদ ছোট মেয়েকে দিয়ে দিয়েছে, তাই তার অপর দুই মেয়ে সেই অংশ থেকে কোনো কিছুই পাবে না।
ফাতাওয়া হিন্দিয়া ২/৩৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5162/article-details.html