প্রশ্ন
আমার এক আত্মীয় গত মাসে মারা গিয়েছে। তার উপর এই বছরের যাকাত আবশ্যক হয়েছিল। কিন্তু সে আদায় করে যেতে পারেনি, এমনকি যাকাত প্রদানের ওসিয়তও করে যেতে পারেনি। এক্ষেত্রে তারওয়ারিশগণ কী করবে? তার পরিত্যক্ত সম্পত্তি থেকে কি যাকাত আদায় করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তি যদি তার অনাদায়ী যাকাত আদায়ের ওসিয়ত করে যায়, তাহলে ওয়ারিশদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির একতৃতীয়াংশ থেকে তা আদায় করা অপরিহার্য।
হাদিস শরিফে এসেছে,
عن إبراهيم قال: إذا أوصى بهما فهما من الثلث يعني الحج والزكاة
‘ইব্রাহিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, যদি (মৃত ব্যক্তি) দুইটির (হজ ও যাকাত) ওসিয়ত করে যায় তাহলে তা একতৃতীয়াংশ মাল থেকে আদায় করতে হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৩০৮২২]
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়নি, তাই তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তার অনাদায়ী যাকাত আদায় করা যাবে না। বরং পুরো সম্পত্তি ওয়ারিশদের মাঝে বণ্টন করে দিতে হবে।
তবে কোনো ওয়ারিশগণ যদি তার নিজস্ব সম্পত্তি থেকে তার অনাদায়ী যাকাত আদায় করে দেয় বা সকল ওয়ারিশ বালেগ হওয়া অবস্থায় ইজমালি সম্পদ থেকে স্বতঃস্ফূর্তভাবে আদায় করে দেয় তাহলে তারা সওয়াবের অধিকারী হবে এবং মৃত ব্যক্তি উপকৃত হবে বলে আশা করা যায়।
শরহু মুখতাসারিত তহাবী ২/৩৫৭; বাদায়েউস সানায়ে ২/১৬৮; আদ্দুররুল মুখতার ২/২৯৪; আলমাবসূত, সারাখসী ২/১৮৫, ১৮৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5138/article-details.html