প্রশ্ন
আমার একটি মুদি দোকান আছে। আমি সবসময় চেষ্টা করি নগদে পণ্য বিক্রি করতে। মাঝে মাঝে বাধ্য হয়ে বাকিতেও বিক্রি করতে হয়। এভাবে মানুষের কাছে আমার ১ লক্ষ টাকার মত পাওনা আছে। এখন প্রশ্ন হলো, আমি যখন যাকাত দিব তখন সেই পাওনা টাকাগুলোর হিসাব করেও কি যাকাত দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী যাকাত দেওয়ার সময় সেই পাওনা টাকাগুলোর হিসাব করতে হবে। কারণ পাওনা টাকাও যাকাতযোগ্য সম্পদ হিসেবে গণ্য হয়ে থাকে।
হাদিস শরিফে এসেছে,
عن الحسن، قال: سئل علي عن الرجل يكون له الدين على الرجل قال: يزكيه صاحب المال
‘হাসান (রহ.) থেকে বর্ণিত, আলী (রা.) কে ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হল যার অপরের কাছে পাওনা রয়েছে। তিনি বললেন, মালের মালিকের (ঐ মালের) যাকাত দিতে হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১০২৪৬]
তবে তাৎক্ষণিকভাবে যাকাত দেওয়া আবশ্যক নয়। বরং আপনি ইচ্ছা করলে টাকা হস্তগত হওয়ার পর বিগত বছরগুলো হিসাব করেও একসাথে যাকাত দিতে পারেন।
আলমাবসূত, সারাখসী ২/১৯৫; বাদায়েউস সানায়ে ২/৯০; আলবাহরুর রায়েক ২/২০৭-২০৮; আদ্দুররুল মুখতার ২/৩০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5136/article-details.html