প্রশ্ন
এই রমজানে ইচ্ছাকৃত আমি একটি রোজা ভেঙ্গে ফেলেছি। আমি জানি যে, এক্ষেত্রে ১টি রোজা কাযা করলে লাগাতার ২ মাস কাফফারা স্বরূপ রোজা রাখতে হবে। এখন আমার প্রশ্ন হলো, চন্দ্র মাস তো ঊনত্রিশেও হয় আবার ত্রিশেও হয়। সে হিসেবে লাগাতার ২ মাস রোজা রাখলেই যথেষ্ট হবে, নাকি লাগাতার ৬০ টি রাখতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেউ যদি ইচ্ছাকৃত রমজানের কোনো রোজা ভেঙ্গে ফেলে তাহলে তার উপর সে রোজার কাযা করার পাশাপাশি কাফফারা স্বরূপ লাগাতার ২ মাস রোজা রাখা আবশ্যক।
হাদিস শরিফে এসেছে,
أن النبي صلى الله عليه وسلم أمر رجلا أفطر في رمضان، أن يعتق رقبة، أو يصوم شهرين، أو يطعم ستين مسكينا
‘এক ব্যক্তি রমজান মাসে রোজা ভেঙ্গে ফেললে রাসূল (সা.) তাকে গোলাম আযাদ করতে বা ২ মাস রোজা রাখতে বা ৬০ জন মিসকিনকে খাওয়ানোর নির্দেশ দেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ১১১১]
লাগাতার ২ মাস রোজা রাখার পদ্ধতি হলো, যদি আপনি চন্দ্র মাসের ১ তারিখ থেকে শুরু করেন, তাহলে লাগাতার ২ মাস রোজা রাখলেই যথেষ্ট হবে। মাস ২৯ এ হওয়ার কারণে ৬০ দিন পূরণ না হলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি মাসের ১ তারিখ থেকে শুরু না করে থাকেন, তাহলে পূর্ণ ৬০ দিন হিসেব করে লাগাতার রোজা রাখতে হবে।
আদদুররুল মুখতার ৩/৪৭৬; মাবসূত ৭/১৪; ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৫১২; আলবাহরুর রায়েক ৪/১০৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5074/article-details.html