প্রশ্ন
অনেক সময় দেখা যায় দুইব্যক্তি পরস্পর সাক্ষাত করার সময় উভয়ই একসাথে সালাম দেয়। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে জবাব কে দিবে।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কারও সাথে সাক্ষাতের একটি আদব হলো সাক্ষাতের সাথে সাথে তাকে সালাম দেওয়া।
হাদিস শরিফে এসেছে,
قال رسول الله صلى الله عليه وسلم:خلق الله عز وجل آدم على صورته، طوله ستون ذراعا، فلما خلقه قال: اذهب فسلم على أولئك النفر، وهم نفر من الملائكة جلوس، فاستمع ما يجيبونك، فإنها تحيتك وتحية ذريتك، قال: فذهب فقال: السلام عليكم، فقالوا: السلام عليك ورحمة الله، قال فزادوه: ورحمة الله
‘রাসূল (সা.) বলেছেন, আল্লাহ তাআলা আদম (আ.)-কে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। তার দৈর্ঘ্য হল ষাট হাত। তাকে সৃষ্টি করার পর তিনি তাকে বললেন, যাও, এ দলটিকে সালাম কর। তারা হচ্ছে ফিরিশতাদের উপবিষ্ট একটি দল। সালামের জবাবে তারা কি বলে তা খুব মনোযোগ সহকারে শ্রবণ কর। কেননা তোমার এবং তোমার বংশধরদের অভিবাদন এ-ই। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি গেলেন ও বললেন, ‘আসসালামু আলাইকুম’। উত্তরে তারা বললেন, ‘আসসালামু আলাইকা ওয়ারাহমাতুল্লাহ’। তাঁরা ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে বলেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ৬৯০০]
তবে সাক্ষাতের ক্ষেত্রে দুইব্যক্তি পরস্পরকে একই সাথে সালাম দিয়ে ফেললে জবাবও উভয়কে দিতে হবে। আর যদি কোনো একজন আগে সালাম দেয় তাহলে অপরজনের সালামই জবাব হিসেবে গণ্য হবে।
শরহে মুসলিম, নববী ১৭/১৭৮; মিরকাতুল মাফাতীহ ৮/৪৫৪, ৮/৪৬৭; রদ্দুল মুহতার ৬/৪১৬; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৭৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5040/article-details.html