প্রশ্ন
আমি এক ব্যক্তির সাথে ৫ হাজার টাকা দিয়ে এই মর্মে চুক্তি করেছি যে, ৫ মাস পরে সে আমাকে নির্দিষ্ট একটি পরিমাণ সুপারি দিবে। আর সুপারি বড় ছোট হয়ে থাকে। বড় ছোট হওয়ার কারণে মূল্যেও তারতম্য হয়ে থাকে। আমার প্রশ্ন হলো, এ ধরনের চুক্তি কি বৈধ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনারা যে চুক্তিটি করেছেন, শরিয়তের পরিভাষায় একে বাইয়ে সালাম বলা হয়। বাইয়ে সালাম সহিহ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো, পণ্যের পরিমাণ ও ধরন স্পষ্টভাবে উল্লেখ করে নেওয়া। যাতে পরবর্তীতে এ নিয়ে কোনো ঝগড়া বিবাদের সৃষ্টি না হয়।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ
‘হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন-সম্পদ অন্যায়ভাবে খেয়ো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা।’ [সূরা নিসা, আয়াত: ২৯]
সুতরাং, আপনাদের এই চুক্তিতে যেহেতু সুপারির ধরন উল্লেখ করা হয়নি, তাই এই চুক্তিটি বৈধ হবে না। বরং সুপারির পরিমাণের পাশাপাশি যদি তার গুণগত মানও উল্লেখ করা হয় তাহলে চুক্তিটি সহিহ হবে।
ফাতহুল কাদীর ৬/২০৮, ৬/২২১; আলবাহরুর রায়েক ৬/১৫৬, ১৬০; আদ্দুররুল মুখতার ৫/২১১; শরহুল মাজাল্লাহ ২/৩৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5008/article-details.html