প্রশ্ন
আমার এক বন্ধু সবসময় প্যান্ট-শার্ট পরত। একবার সে কসম করে বলে, আমি আর পোশাক পরব না। এর কয়েক দিন পর দেখি সে পাঞ্জাবী পরেছে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি সেই কসম দ্বারা শার্ট–প্যান্ট উদ্দেশ্য নিয়েছিলাম। এখন আমার প্রশ্ন হলো, তার এ কথা কি গ্রহণযোগ্য হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, এক্ষেত্রে তার কথা গ্রহণযোগ্য হবে এবং সে যেটার নিয়ত করেছে সেটাই ধর্তব্য হবে।
হাদিস শরিফে এসেছে,
إنما الأعمال بالنية، وإنما لامرئ ما نوى
‘রাসূল (সা.) বলেছেন, নিশ্চয়ই প্রতিটি আমলের গ্রহণযোগ্যতা তার নিয়তের উপর নির্ভরশীল। কোনো ব্যক্তি তা-ই লাভ করবে যা সে নিয়্ত করে থাকে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৬৮৯]
উল্লেখ্য, কসমের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ
‘আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না। কিন্তু পাকড়াও করবেন যা তোমাদের অন্তরসমূহ অর্জন করেছে। আর আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।’ [সূরা বাকারা, আয়াত: ২২৫]
রদ্দুল মুহতার ৫/৬৯২; তাবয়িনুল হাকায়েক ৩/৪৭৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4934/article-details.html