প্রশ্ন
একবার আমি রমজানের শেষ দশকে ইতেকাফ করেছিলাম। কিন্তু ঘটনাক্রমে আমি অসুস্থ হয়ে পড়ায় কয়েক দিন রোজা রাখতে পারিনি। তবে আমি ইতেকাফ ত্যাগ করিনি। আমার কি ইতেকাফ সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুন্নত ইতেকাফের জন্য রোজা রাখা শর্ত।
عن عائشة قالت : من اعتكف فعليه الصوم
আয়েশা (রা.) বলেন: ‘যে ইতেকাফ করবে তার উপর রোজা রাখা জরুরি।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৮০৩৭]
আপনি যেহেতু রোজা রাখতে পারেননি তাই আপনার সুন্নত ইতেকাফ আদায় হয়নি।
অবশ্য যেহেতু আপনি আপনার ইতেকাফ ভঙ্গ করেননি সেহেতু ঐ দিনগুলোর ইতেকাফ সুন্নত ইতেকাফ হিসেবে ধর্তব্য না হলেও নফল ইতেকাফ হিসেবে ধর্তব্য হবে। কারণ নফল ইতেকাফের জন্য রোজা রাখা শর্ত নয়।
ফাতাওয়া তাতারখানিয়া ২/৪১০,৪১৩; আলবাহরুল রায়েক ২/২৯৯; আদ্দুররুল মুখতার ২/৪৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4916/article-details.html