প্রশ্ন
আমাদের এলাকার কিছু লোক বলে থাকে, রাসূল (সা.) হাজির নাজির। আমি জানতে চাচ্ছি যে, তাদের এ বিশ্বাস কি সঠিক? রাসূল (সা.) কি প্রকৃতপক্ষেই হাজির নাজির?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাজির নাজিরের গুণ একমাত্র আল্লাহ তাআলার জন্যই প্রযোজ্য।
কুরআন মাজিদে এসেছে,
وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنتُم
‘তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের সাথে আছেন।’[সূরা হাদীদ,আয়াত: ৪]
সুতরাং, অন্যকারো জন্য তা সাব্যস্ত করা স্পষ্ট ভ্রান্তি। এ-জাতীয় আকিদা দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। তাছাড়া কুরআন হাদিসের কোথাও একথা বলা হয়নি যে, রাসূল (সা.) হাজির নাজির। কোনো সহিহ, যয়ীফ কিংবা মাউযু হাদিসেও তার হাজির নাজির হওয়া সম্পর্কিত কোনো কথা বর্ণিত হয়নি। এমনকি কোনো সাহাবি, তাবেয়ি, তাবে তাবেয়ি বা ইমাম একথা বলেননি যে রাসূল (সা.) হাজির নাজির।
কুরআন মাজিদে এসেছে,
‘আর আপনি (তূর পর্বতের) পশ্চিম পার্শে উপস্থিত ছিলেন না, যখন আমি মূসা (আ.)-এর কাছে হুকুম প্রেরণ করি। আপনি তা প্রত্যক্ষও করেননি।’[সূরা কাসাস, আয়াত: ৪৪]
আরেক আয়াতে ইরশাদ হচ্ছে,
‘আপনার আশপাশের পল্লীবাসী ও মদীনাবাসীর মাঝে এমন কিছু মুনাফিক রয়েছে যারা মুনাফিকতায় সিদ্ধ। আপনি তাদেরকে জানেন না। আমি তাদেরকে জানি।’[সূরা তাওবা, আয়াত: ১০১]
অন্য আয়াতে এসেছে,
‘(হে নবী) এসব অদৃশ্যের সংবাদ, যা ওহীর মাধ্যমে আপনাকে দিচ্ছি। তখন আপনি তাদের কাছে ছিলেন না, যখন কে মারয়ামের তত্ত্বাবধান করবে- (এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য) তারা নিজ-নিজ কলম নিক্ষেপ করছিলেন এবং তখনও আপনি তাদের কাছে (হাযির) ছিলেন না, যখন তারা (এ বিষয়ে) একে অন্যের সাথে বাদানুবাদ করছিল (তখন আপনি ঘটনার নাযিরও ছিলেন না)।’[সূরা আলে ইমরান, আয়াত: ৪৪]
এ আয়াতগুলো থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, রাসূল (সা.) হাজির নাজির ছিলেন না।
হাদিস শরিফে এসেছে,
‘রাসূল (সা.) ইরশাদ করেন যে, আল্লাহর পক্ষ হতে পৃথিবীতে বিচরণকারী কিছু ফেরেশতা নিয়োগ করা হয়েছে, যারা (পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে) আমার উম্মতের প্রেরিত সালাম আমার নিকট পৌঁছে দেয়।’[সুনানে নাসায়ি, হাদিস: ১২৮২]
এ হাদিস থেকে বুঝা যাচ্ছে যে, রাসূল (সা.) হাজির নাজির নন। যদি হাজির নাজির হতেন, তাহলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে সালাম পৌঁছানোর কোনো প্রয়োজন পড়ত না।
উপরে বর্ণিত দলিলের আলোকে বুঝা গেল যে,এটি একটি ভ্রান্ত আকিদা। এথেকে আমাদের সকলের বেঁচে থাকা উচিত।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4905/article-details.html