প্রশ্ন
সহজে কুরবানি করার জন্য কুরবানির জন্তুকে ইলেক্ট্রিক শক দিয়ে বেহুঁশ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইলেক্ট্রিক শক দিয়ে জন্তুকে বেহুঁশ করা মাকরূহে তাহরিমি। কারণ এতে জন্তুটিকে অহেতুক কষ্ট দেওয়া হয়। তাছাড়াও হাদিসে এ ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে।
হাদিস শরিফে এসেছে,
إن الله كتب الإحسان على كل شيء، فإذا قتلتم فأحسنوا القتلة، وإذا ذبحتم فأحسنوا الذبح، وليحد أحدكم شفرته، فليرح ذبيحته
‘আল্লাহ তাআলা প্রতিটি বস্তুর উপরে দয়া করাকে ফরজ করে দিয়েছেন। অতএব তোমরা যখন কোন কিছুকে হত্যা করবে তখন সুন্দরভাবে দয়ার সাথে হত্যা কর। আর যখন কোন কিছুকে জবাই করবে তখন ভালোভাবে দয়ার সাথে জবাই কর। তোমাদের যে কেউ জবাই করার সময় তার ছুরিতে যেন ধার দিয়ে নেয় এবং তার পশুকে যেন আরাম প্রদান করে।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৯৫৫]
সুতরাং কুরবানির জন্তু বেহুঁশ করার জন্য ইলেক্ট্রিক শক দেওয়া যাবে না।
বাদায়েউস সানায়ে ৪/১৮৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4888/article-details.html