প্রশ্ন
অনেককে দেখা যায় মৃত ব্যক্তির নামে কুরবানি করে। এক্ষেত্রে কুরবানির গোশত কী করবে? গরিবদের মাঝে দান করে দিবে নাকি কুরবানিদাতা খেতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে যে কুরবানি করা হয় তা নফল কুরবানি। নফল কুরবানির গোশতের বিধান আর সাধারণ কুরবানির গোশতের বিধান একই। এর গোশত নিজেও খেতে পারবে, অন্যকেও দিতে পারবে। গরিবদের মাঝে দান করে দেওয়া জরুরি নয়।
কুরআন মাজিদে ইরশাদ হচ্ছে,
‘তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও এমন দরিদ্রকে যে ভিক্ষা করে এবং এমন দরিদ্রকে যে ভিক্ষা করে না। এভাবে আমরা সেগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।’ [সূরা হাজ্জ, আয়াত: ৩৬]
হাদিস শরিফে এসেছে,
‘সালামা ইবনে আকওয়া (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসূল(সা.) বলেন: তোমরা খাও, খাওয়াও এবং সংরক্ষণ করে রাখ।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৫৬৯]
ফাতাওয়া খানিয়া ৩/৩৫২; আলমুহীতুল বুরহানী ৮/৪৭৩; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৯৫; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4876/article-details.html