প্রশ্ন
বাজারে কিছু কুরআন শরিফ দেখা যায় যেগুলোর পৃষ্ঠাগুলো প্লাস্টিকের আবরণ দিয়ে মোড়ানো থাকে। আমি জানতে চাচ্ছি, এগুলো কি অজু ছাড়া ধরা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন মাজিদের পৃষ্ঠা প্লাস্টিকের হলেও যেহেতু তা কুরআন মাজিদের সাথে একেবারে লেগে আছে তাই অজু ছাড়া তা ধরা যাবে না। বরং অজুসহকারেই কুরআন মাজিদ স্পর্শ করতে হবে।
কুরআন মাজিদে ইরশাদ হচ্ছে,
لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
‘যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে (কুরআন) স্পর্শ করবে না।’ [সূরা ওয়াকিয়া, আয়াত: ৭৯]
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ أَنَّ فِي الْكِتَابِ الَّذِي كَتَبَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَمْرِو بْنِ حَزْمٍ أَنْ لَا يَمَسَّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ
‘আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে হাযম বলেন: রাসূল (সা.) আমর ইবনে হাযম এর কাছে এই মর্মে চিঠি লিখেছিলেন যে, পবিত্র হওয়া ছাড়া কুরআন কেউ স্পর্শ করবে না।’ [মুয়াত্তা মালিক, হাদিস: ৬৮০; আল মুজামুল কাবীর, হাদিস: ১৩২১৭;আল মুজামুস সাগীর, হাদিস: ১১৬২, মিশকাতুল মাসাবীহ, হাদিস: ৪৬৫, সুনানে দারেমী, হাদিস: ২২৬৬]
আরেক হাদিসে এসেছে,
عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال:لا يمس القرآن إلا طاهر
‘আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) ইরশাদ করেছেন: পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না।’ [মাযমাউজ যাওয়ায়েদ, হাদিস: ১৫১২]
রদ্দুল মুহতার ১/১৭৩-১৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4874/article-details.html