প্রশ্ন
আমাদের এলাকায় এভাবে গরু বর্গা দেয়া হয় যে, এক লোক গরু কিনে অপর এক ব্যক্তির কাছে দেয়। সে তা লালন-পালন করে। দেড়-দুই বছর পর গরুটি বিক্রি করে দেয়া হয়। বিক্রিলব্ধ টাকা থেকে ক্রয়মূল্য বাদ দিয়ে বাকি টাকা উভয়ে সমানভাবে ভাগ করে নেয়। এভাবে গরু বর্গা দেয়া কি জায়েয আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গরু বর্গা দেয়ার প্রশ্নোক্ত পদ্ধতিটির ব্যাপারে শরিয়তের সুস্পষ্ট নিষেধাজ্ঞা পাওয়া যায় না। এছাড়া আমাদের সমাজে এ পদ্ধতির ব্যাপক প্রচলনও রয়েছে। তাই প্রয়োজনের সময় এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।
তবে এক্ষেত্রেও নির্দিষ্ট পারিশ্রমিকে লোক নিয়োগ দেয়াই উত্তম। অর্থাৎ গরুর মালিকানা মূল মালিকেরই থাকবে। গরুর সব ধরনের খরচও তিনিই বহন করবেন। লাভ-লোকসান তিনিই ভোগ করবেন। গরু পালনকারীর তাতে কোনো অংশ থাকবে না। তিনি কেবল লালন-পালনের জন্য নির্ধারিত পারিশ্রমিক পাবেন।
আলমুহিতুল বুরহানি ৯/৩৬০, মাযমুউ ফাতাওয়া ইবনে তাইমিয়া ১/৪১৬, ইমদাদুল ফাতাওয়া ৩/৩৪৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4820/article-details.html