প্রশ্ন
আমার পরিচিত এক আত্মীয় রমজানের রোজা রাখে না। আমার প্রশ্ন হলো, রমজানের রোজা না রাখলে কী শাস্তি হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমজানের রোজা ফরজ রোজা। ওজর ছাড়া এটি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।
যে ব্যক্তি কোনো ওজর ছাড়া রমজানের রোজা রাখে না কেয়ামতের দিন আল্লাহ তাকে কঠিন শাস্তি প্রদান করবেন।
হাদিস শরিফে এসেছে,
হযরত আবু উমামা (রা.) বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেন, অমি ঘুমিয়ে ছিলাম। স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করল। তারা আমার বাহুদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এল। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারব না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌছালাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। অমি বললাম, এ সব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম, যাদেরকে তাদের পায়ের মাংসপেশী দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে। এবং তাদের মুখের দুই প্রান্ত ছিড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙ্গে ফেলে।’ [সহিহ ইবনে খুযাইমা, হাদিস: ১৯৮৬; সহিহ ইবনে হিববান, হাদিস: ৭৪৪৮]
একটু চিন্তা করে দেখুন, সারাদিন রোজা রাখার পরও যারা সময় হওয়ার আগেই রোজা ভেঙ্গে ফেলে তাদের কী শাস্তি হচ্ছে। আর যারা মোটেই রোজা রাখে না তাদের কী শাস্তি হবে?
তা ছাড়া দেখুন রমজানের একটি রোজার জন্য পরবর্তীতে কাফফারা হিসেবে ষাটটি রোজা রাখতে হচ্ছে। তাহলে বুঝুন, রমজানের রোজার গুরুত্ব কত।
তাই কোনো ভাবেই রমজানের রোজা ছাড়া যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4785/article-details.html