প্রশ্ন
কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে বিবাহ করেনি, কিন্তু যৌবনের তাড়নায় যিনা করে ফেলেছে তাহলে ইসলামি শরিয়তে তার কী শাস্তি হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যিনা একটি মারাত্মক গুনাহ এবং কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
‘তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ।’ [সূরা বনি ইসরাঈল, আয়াত: ৩২]
কোনো অবিবাহিত পুরুষ যদি যিনা করে ফেলে এবং শরয়ি আদালতে তা প্রমাণ হয় তাহলে তার শাস্তি হলো তাকে একশটি বেত্রাঘাত করা হবে।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ
‘ব্যভিচারিণী ও ব্যভিচারী উভয়ের প্রত্যেককে এক শত বেত্রাঘাত করো৷আর আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের প্রতি কোন মমত্ববোধ ও করুণা যেন তোমাদের মধ্যে না জাগে যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনো ৷ আর তাদেরকে শাস্তি দেবার সময় মুমিনদের একটি দল যেন উপস্থিত থাকে ৷’ [সূরা নূর, আয়াত: ২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4773/article-details.html