প্রশ্ন
যারা আল্লাহকে ভালোবাসে কিংবা আল্লাহর জন্য কোনো মুসলমানকে ভালোবাসে তাদের মর্যাদা ও ফযিলত সম্পর্কে জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহকে ভালোবাসা ঈমানের দাবী। তাই প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক হলো, আল্লাহকে ভালোবাসা। যারা আল্লাহকে ভালোবাসবে কিংবা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ মর্যাদা ও পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। কুরআন হাদিসে তার উল্লেখ রয়েছে।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
‘বল, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৩১]
হাদিস শরিফে এসেছে,
‘এক ব্যক্তি অন্য গ্রামে বসবাসকারী নিজ ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হলো। মহান আল্লাহ তার জন্য পথে একজন ফেরেশতা মোতায়েন করে রাখলেন। যখন সে ফেরেশতা সে ব্যক্তির নিকটবর্তী হলো, বলল তুমি কোথায় যাও ? সে বলল, এই গ্রামে বসবাসকারী আমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করা আমার উদ্দেশ্য। ফেরেশতা বলল, তার কাছে তোমার কোন পাওনা আছে কি-না ? সে বলল, না। কিন্তু আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন ফেরেশতা বলে উঠল, নিশ্চয় আমি তোমার নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। মহান আল্লাহ অবশ্যই তোমাকে ভালোবেসেছেন যে রকম তুমি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছ।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪৬৫৬]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন:
‘সাত ব্যক্তি, আল্লাহ তাদেরকে তাঁর ছায়াতলে ছায়া দিবে, যে দিন তার ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না…এবং দুজন ব্যক্তিকে, যারা আল্লাহর জন্য তারা পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা স্থাপন করেছে, তাঁর ভালোবাসায় তারা একত্রিত হয়েছে, এবং তার ভালোবাসায় তারা পৃথক হয়েছে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬২০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4755/article-details.html