প্রশ্ন
যারা বিপদে সবর করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কী পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের বিপদাপদ দিয়ে থাকেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَ لَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ وَ الْجُوْعِ وَ نَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَ الْاَنْفُسِ وَ الثَّمَرٰتِ وَ بَشِّرِ الصّٰبِرِیْنَ
‘আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব (কখনও) ভয়-ভীতি, (কখনও) ক্ষুধা দ্বারা এবং (কখনও) জানমাল ও ফলফসলের ক্ষয়-ক্ষতি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’[সূরা বাকারা, আয়াত: ১৫৫]
যেহেতু আল্লাহ তাআলা মানুষের প্রতি মেহেরবান, এ কারণেই পরীক্ষা করার পাশাপাশি ঘোষণা দিয়েছেন পুরস্কার প্রদানের। অর্থাৎ, যারা বিপদাপদে সবর করবে তারাই কামিয়াব হবে ও পুরস্কারের উপযুক্ত হবে। আল্লাহর পক্ষ থেকে সে সন্তুষ্টি,শান্তি, অনুগ্রহ, কল্যাণ ও জান্নাত লাভ করবে। নিম্নে এ সম্পর্কে কিছু আয়াত ও হাদিস উল্লেখ করা হলো,
যারা সবর করবে তাদের ব্যাপারে কুরআন মাজিদে এসেছে,
اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَ رَحْمَةٌ وَ اُولٰٓىِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ
‘তাদের ওপরই রয়েছে তাদের প্রভুর পক্ষ থেকে শান্তি ও অনুগ্রহ, আর তারাই কেবল সঠিক পথপ্রাপ্ত।’[সূরা বাকারা, আয়াত: ১৫৭]
হাদিস শরিফে এসেছে,
مَا لِعَبْدِي الْمُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبَهُ إِلاَّ الْجَنَّةُ
‘আমি যখন আমার মুমিন বান্দার কোনো আপনজনকে মৃত্যু দিই আর সে সবর করে, তখন আমার কাছে তার একমাত্র প্রতিদান হলো জান্নাত।’[সহিহ বুখারি, হাদিস: ৬৪২৪]
আরেক হাদিসে এসেছে,
مَنْ يُرِدِ الله بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ
‘আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে আক্রান্ত করেন।’[সহিহ বুখারি, হাদিস: ৫৬৪৫]
অন্য হাদিসে এসেছে,
إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ الخَيْرَ عَجَّلَ لَهُ العُقُوبَةَ فِي الدُّنْيَا، وَإِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ الشَّرَّ أَمْسَكَ عَنْهُ بِذَنْبِهِ حَتَّى يُوَافِيَ بِهِ يَوْمَ القِيَامَةِ
‘আল্লাহ যখন তাঁর বান্দার কল্যাণ চান তখন দুনিয়াতে তার শাস্তি ত্বরান্বিত করেন, আর যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন তার পাপগুলো রেখে দিয়ে কিয়ামতের দিন তাঁর প্রাপ্য পূর্ণ করে দেন।’[সুনানে তিরমিযি, হাদিস: ২৩৯৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4731/article-details.html