প্রশ্ন
আমরা তো আলহামদুলিল্লাহ কিছু কিছু আমল করে থাকি। তো আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য ইখলাসের প্রয়োজনীয়তা কতটুকু?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইখলাস অর্থ হলো, কোনো আমল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা। আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য ইখলাস অপরিহার্য। কুরআন হাদিসে ইখলাসের প্রতি খুবই গুরুত্বারোপ করা হয়েছে।
নেককার মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে কুরআন মাজিদে ইরশাদ হচ্ছে,
وَيُطْعِمُونَ الطَّعامَ عَلى حُبِّهِ مِسْكِيناً وَيَتِيماً وَأَسِيراً، إِنَّما نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لا نُرِيدُ مِنْكُمْ جَزاءً وَلا شُكُوراً
‘এবং তাঁরা খাবারের চাহিদা সত্ত্বেও তা মিসকীন, ইয়াতীম, বন্দিদের খাওয়ায়। আর বলে, আমরা তো একমাত্র আল্লাহর জন্য খাওয়াই। তোমাদের থেকে না আমরা কোনো বিনিময় চাই, না কৃতজ্ঞতা।’ [সূরা দাহর, আয়াত: ৮-৯]
আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির মুজাহিদ এবং সাঈদ ইবনে জুবাইর বলেন, ‘আসলে তারা তা মুখে বলেননি, তবে আল্লাহ তাআলা বিষয়টি তাদের অন্তর (ও কর্ম) থেকে বুঝেছেন, তাই এ বিষয়ে তাদের প্রশংসা করেছেন, যেন কোনো উৎসাহী উৎসাহ লাভ করে।’ [তাফসীরে ইবনে কাসীর ৮/২৮৯]
হাদিস শরিফে এসেছে,
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
‘রাসূল (সা.) বলেছেন, কাজ (এর প্রাপ্য হবে) নিয়ত অনুযায়ী। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশে, তবে তার হিজরাত সে উদ্দেশেই হবে, যে জন্যে সে হিজরত করেছে।’ [সহিহ বুখারি, হাদিস: ১]
আরেক হাদিসে এসেছে,
‘যে অন্যকে দেখানোর জন্য নামায পড়ল সে শিরক করল, যে অন্যকে দেখানোর জন্য রোযা রাখল সে শিরক করল। যে অন্যকে দেখানোর জন্য দান করল সে শিরক করল।’[মুসনাদে আবু দাউদ তায়ালিসী, হাদীস: ১২১৬]
সুতরাং বুঝা গেলো ইখলাস হলো যে কোনো আমলের রূহ বা প্রাণ। তাই যে কোনো আমলই ইখলাসের সাথে করা অপরিহার্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4723/article-details.html