প্রশ্ন
আসসালামু আলাইকুম। আমি একটি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ি। কখনো কখনো আমি নিশ্চিত হয়ে যাই যে, টিচার আমাদের ভুল পড়াচ্ছেন। আমার তখন খুব খারাপ লাগে। এমন পরিস্থিতিতে পড়লে আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে প্রাথমিক জ্ঞানার্জনের ক্ষেত্রে। যে ব্যক্তি প্রাথমিক জ্ঞানার্জন কোনো শিক্ষকের কাছে সম্পন্ন করেনি তার জ্ঞান পরিপক্ক হয় না।
কিতাব বা বই পত্রের সাথে শিক্ষকের প্রয়োজন আছে বলেই আল্লাহ তাআলা যুগে যুগে কিতাবের সাথে সাথে রাসূলও প্রেরণ করেছেন।
আর ইসলামে শিক্ষকের গুরুত্ব যেমন অপরিসীম তদ্রূপ শিক্ষকের সাথে আদব রক্ষার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। এ কারণ মূসা (আ.) যখন খিজির (আ.)এর সংশ্রবে গিয়েছিলেন তখন তিনিও সব কথাবার্তা আদব রক্ষা করেই বলেছিলেন।
তাই আমাদেরও শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলতে হবে। বলুন তো এমন কে আছে, যার ভুল হয় না?
তাই শ্রেণিকক্ষে যদি কোনো শিক্ষকের কখনো ভুল হয়ে যায় তাহলে যদি সম্মান রক্ষা করে শিক্ষকের ভুলটা ধরে দেওয়া যায় তাহলে তা সংশোধন করে দিতে পারেন। আর যদি শিক্ষক বিষয়টিকে অপছন্দ করেন তাহলে পরবর্তীতে একান্তে শিক্ষককে জানিয়ে দিতে পারেন। এবং এটাই হলো উত্তম পন্থা।
সর্বোপরি সব সময় মনে রাখবেন, কোনো ভুলের কারণে যেন শিক্ষকের উপর থেকে আস্থা ও সম্মান-মর্যাদা দূর না হয়ে যায়।
হিলয়াতু তালিবিল ইলম, মাআলিমে ইরশাদিয়্যাহ
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4674/article-details.html