প্রশ্ন
আমার স্ত্রী বর্তমানে শারীরিকভাবে খুবই দুর্বল। আমরা ডাক্তারের পরামর্শে এখন সন্তান গ্রহণ করতে চাচ্ছি না। এতে শরিয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন-
تزوجوا الودود الولود فإني مكاثر الأنبياء يوم القيامة
‘তোমরা প্রেয়সী এবং অধিক সন্তান জন্মদানে সক্ষম নারীকে বিবাহ কর। কেননা আমি কেয়ামতের দিন বেশি উম্মত নিয়ে গর্ববোধ করব।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৪০২৮]
অবশ্য যদি দ্বীনদার মুসলিম অভিজ্ঞ ডাক্তার যদি আপনাদেরকে বলে থাকেন যে, এই মুহূর্তে সন্তান ধারণে আপনার স্ত্রীর ক্ষতি হতে পারে তাহলে সে ক্ষেত্রে সাময়িকভাবে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
আল মিনহাজ ১/৪৬৪ ফাতাওয়ায়ে আলমগীরী ৫/৩৪০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4662/article-details.html