প্রশ্ন
সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধের কী বিশেষ কোনো ফযিলত আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধের অনেক ফযিলত কুরআন-হাদিসে বর্ণিত হয়েছে। তন্মধ্যে নিম্নে কিছু উল্লেখ করা হলো:
১. যারা সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ করবে তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
‘মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু, তারা সৎকাজের নির্দেশ দেয়, অন্যায় কাজ থেকে নিষেধ করে, নামায কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। তাদের প্রতিই আল্লাহ করুণা প্রদর্শন করবেন। আল্লাহ তো প্রবল পরাক্রান্ত, মহা প্রজ্ঞাবান।’ [সূরা তওবা, আয়াত: ৭১]
২. যারা সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ করবে তারা দুনিয়া ও আখিরাতে সফলকাম হবে।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
‘তোমাদের মধ্যে এমন একটা দল হোক, যারা কল্যাণের দিকে আহবান করে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ হতে নিষেধ করে আর এরাই সফলকাম।’ [সূরা আলে ইমরান, আয়াত: ১০৪]
৩. যারা সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ করবে এই কাজটি তাদের জন্য মঙ্গল হবে।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
کُنۡتُمۡ خَیۡرَ اُمَّۃٍ اُخۡرِجَتۡ لِلنَّاسِ تَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَ تَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ ؕ وَ لَوۡ اٰمَنَ اَہۡلُ الۡکِتٰبِ لَکَانَ خَیۡرًا لَّہُمۡ ؕ مِنۡہُمُ الۡمُؤۡمِنُوۡنَ وَ اَکۡثَرُہُمُ الۡفٰسِقُوۡنَ
‘তোমরাই হলে সর্বোত্তম উম্মত,যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। আর যদি আহলে কিতাব ঈমান আনত, তবে অবশ্যই তা তাদের জন্য কল্যাণকর হত। তাদের কতক ঈমানদার। তবে অধিকাংশই ফাসিক।’ [সূরা আলে ইমরান, আয়াত: ১১০]
এছাড়াও আরও অনেক ফযিলতের কথা কুরআন-হাদিসের বিভিন্ন স্থানে এসেছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4618/article-details.html