প্রশ্ন
পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে কুরআন হাদিসে কী বলা হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মানুষ, পশুপাখি, গাছপালা সবকিছু নিয়েই এই পরিবেশ। আল্লাহ তাআলাই এসবকিছুর সৃষ্টিকর্তা। তাই কুরআন ও হাদিসে প্রকৃতি ও পরিবেশ রক্ষার প্রতি খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআনে প্রকৃতি ও পরিবেশের প্রতি লক্ষ্য করে আল্লাহর কুদরতের পরিচয় লাভ করতে বলা হয়েছে। হাদিসে রাসূল (সা.) পরিবেশ রক্ষার প্রতি পরিপূর্ণ গুরুত্বারোপ করেছেন।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন,
‘তিনি বিভিন্ন প্রকারের লতা বিশিষ্ট ও কাণ্ডের ওপর দণ্ডায়মান বিশিষ্ট বাগান খেজুর গাছ ও বিভিন্ন প্রকার খাদ্যের উদ্ভিদ ভেষজ, ফল-ফলাদি, যাইতুন ও আনারের গাছ সৃষ্টি করেছেন, যা বাহ্যিক রূপে সাদৃশ্যপূর্ণ কিন্তু স্বাদে সাদৃশ্যহীন।’[সূরা আনআম, আয়াত: ১৪১]
অন্য আয়াতে এসেছে,
‘আমি মেঘ থেকে প্রচুর বৃষ্টিপাত সৃষ্টি করি এবং তা দিয়ে উৎপাদন করি শস্য, উদ্ভিদ ও পাতা ঘন উদ্যানরাজি।’[সূরা আননাবা, আয়াত: ১৪-১৬]
হাদিস শরিফে এসেছে,
‘রাসূল (সা.) বলেছেন, কোনো মুসলমান যদি একটি বৃক্ষের চারা রোপণ করে অথবা ক্ষেত-খামার করে, অতঃপর তা মানুষ, পাখি বা অন্য কোনো জন্তু ভক্ষণ করে, তা তার জন্য সদকার সওয়াব হবে।’[সহিহ মুসলিম, হাদিস: ৫৫৩২]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِنْ قَامَتْ عَلَى أَحَدِكُمُ الْقِيَامَةُ، وَفِي يَدِهِ فَسِيلَةٌ فَلْيَغْرِسْهَا
যদি কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন তা রোপণ করে দেয়। [মুসনাদে আহমাদ, হাদিস: ১২৯০২; আল আদাবুল মুফরাদ; সহিহ বুখারি, হাদিস: ৪৭৯]
এ ছাড়াও আরো অসংখ্য হাদিসেরাসূল (সা.) পরিবেশ রক্ষায় সাহাবায়ে কেরামগণকে উদ্বুদ্ধ করেছেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4595/article-details.html