প্রশ্ন
মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) এর পরে আর কোনো নবী আসবে না। তাই এই উম্মতের জন্য দাওয়াতের কার্জক্রম চালিয়ে যাওয়া আবশ্যক। তবে এটি ফরজে কেফায়া। একদল লোক এ দায়িত্ব পালন করলে অন্যরা দায়মুক্ত হয়ে যাবে। কিন্তু কেউ যদি এ দায়িত্ব পালন না করে, তাহলে সকলেই গুনাহগার হবে।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
وَلۡتَکُنۡ مِّنۡکُمۡ اُمَّۃٌیَّدۡعُوۡنَ اِلَی الۡخَیۡرِ وَ یَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَ یَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ ؕ وَ اُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ
‘আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।’ [সূরাআলেইমরান, আয়াত: ১০৪]
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ بَلِّغُوْا عَنِّيْ وَلَوْ آيَةً
‘আবদুল্লাহ ইবনে আমর (রা.) হতে বর্ণিত। রাসূল (সা.) বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়।’ [সহিহবুখারি, হাদিস: ৩৪৬১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4579/article-details.html