প্রশ্ন
আমি ব্যবসা করি। আমার দোকান ঢাকার মগবাজারে। দোকানে ফার্নিচারের ব্যবসা করি। আমার দোকানের পাশে একটা মাদরাসা আছে। মাদরাসার ছাত্ররা তাদের প্রয়োজনীয় চেয়ার-টেবিল ইত্যাদি আমার দোকান থেকেই ক্রয় করে বা অর্ডার দেয়। সমস্যা হলো, কখনো কখনো অর্ডার দেওয়ার পর ডেলিভারির তারিখ পার হয়ে যাওয়ার পরও অর্ডারদাতা পণ্য নিতে আসে না। যদি এমন হয় তাহলে কি আমি ঐ পণ্যটি বিক্রি করে দিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অর্ডার দিয়ে পণ্য তৈরি করে বিক্রি করা জায়েয আছে। হাদিস শরিফে এর প্রমাণ রয়েছে। রাসূল (সা.) নিজেও অর্ডার দিয়ে মিম্বর বানিয়েছিলেন।
হাদিস শরিফে এসেছে-
أَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى فُلاَنَةَ امْرَأَةٍ قَدْ سَمَّاهَا سَهْلٌ ” أَنْ مُرِي غُلاَمَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ ” . فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ثُمَّ جَاءَ بِهَا فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَا هُنَا
‘রাসূলুল্লাহ (সা.) জনৈকা মহিলার নিকট লোক পাঠিয়ে বললেন যে, তোমার কাঠমিস্ত্রি গোলামকে আদেশ কর- সে যেন আমার জন্য একটা কাঠের মিম্বর তৈরি করে দেয়- আমি লোকের সাথে কথা বলার সময় তাতে বসব। ঐ রমণী তাকে আদেশ করলে সে অরণ্যের ঝাউ বৃক্ষের কাঠ দ্বারা তা বানালো এবং মহিলার কাছে তা নিয়ে আসল। সে মহিলা তা রাসূলুল্লাহ (সা.)-এর নিকট পাঠিয়ে দিলেন। এরপর তার নির্দেশে তা এখানে রাখা হলো।’ [সুনানে নাসায়ী, হাদিস: ৭৪০]
তবে অর্ডারি পণ্যে যতক্ষণ পর্যন্ত অর্ডারদাতা তা দেখে নিজের জন্য নির্ধারিত না করে নিবে ততক্ষণ পর্যন্ত তাতে অর্ডারদাতার হক সাব্যস্ত হয় না।
তাই যদি এমন হয় যে, তারিখ পার হয়ে যাওয়ার পরও অর্ডারদাতা পণ্যটি হস্তগত না করে তাহলে আপনার জন্য তা অন্য কোথাও বিক্রি করে দেওয়ার অধিকার রয়েছে।
ফিকহুল বুয়ু ১/৫৯১; আলবাহরুর রায়েক ৬/১৭১; বাদায়েউস সনায়ে ৪/৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4569/article-details.html