প্রশ্ন
আমি একটি অনলাইন ব্যবসার সাথে জড়িত। অনলাইনে জিনিসপত্রের বিজ্ঞাপন দেই। এরপর সেখান থেকে গ্রাহক তার পছন্দানুযায়ী পণ্যের অর্ডার দিলে কুরিয়ার করে তার কাছে পাঠিয়ে দেই। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ব্যবসা-বাণিজ্য হালাল উপার্জনের একটি বৈধ মাধ্যম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عن أبي سعيد الخدري : عن النبي صلى الله عليه و سلم قال : التاجر الصدوق مع النبيين و الصديقين و الشهداء
‘সত্যবাদী ব্যবসায়ী কেয়ামতের দিন নবী, সিদ্দীক এবং শহিদদের সাথে থাকবে।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ২১৪৩]
বর্তমানে অফলাইন ব্যবসার সাথে সাথে অনলাইন ব্যবসাও বেশ জমে উঠেছে। তো এ ক্ষেত্রে কথা হলো, অনলাইনে পণ্য বিক্রি করা এবং অফলাইনে বিক্রি করার মাঝে খুব একটা পার্থক্য নেই। অফলাইনে ব্যবসা সহীহ হওয়ার জন্য যে সব শর্ত রয়েছে অনলাইনে ব্যবসা করার সময়ও সে সব শর্তের প্রতি লক্ষ রাখা জরুরি।
যদি কেউ এ সব শর্ত লঙ্ঘন করে তাহলে অফলাইনের মতো অনলাইন ব্যবসাও জায়েয হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4563/article-details.html