প্রশ্ন
ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষতাবাদের স্বরূপ কী? ইসলাম কি এই মতবাদকে সমর্থন করে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ধর্মনিরপেক্ষতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো Secularism
আরবীতে যাকে বলা হয় ‘আলআলমানিয়্যাহ’।
ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষতাবাদ একটি কুফরি মতবাদ। কারণ, এই মতবাদে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক জীবনে ধর্মের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা হয়। অথচ, ইসলামে রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিকসহ সকল ক্ষেত্রে ইসলামি বিধানমত চলা প্রত্যেকের জন্য জরুরি। তাই ইসলাম ধর্মনিরপেক্ষতাবাদকে সমর্থন করে না।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُکِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
‘বল, আমার নামায, আমার যাবতীয় ইবাদাত, আমার জীবন, আমার মরণ (সব কিছুই) বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই (নিবেদিত)।’ [সূরা আনআম, আয়াত: ১৬২]
অন্য আয়াতে ইরশাদ হচ্ছে,
اَفَتُؤۡمِنُوۡنَ بِبَعۡضِ الۡکِتٰبِ وَ تَکۡفُرُوۡنَ بِبَعۡضٍ ۚ فَمَا جَزَآءُ مَنۡ یَّفۡعَلُ ذٰلِکَ مِنۡکُمۡ اِلَّا خِزۡیٌ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ وَ یَوۡمَ الۡقِیٰمَۃِیُرَدُّوۡنَ اِلٰۤی اَشَدِّ الۡعَذَابِ ؕ وَ مَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ
‘তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কী প্রতিদান হতে পারে? আর কেয়ামতের দিন তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন।’ [সূরা বাকারা, আয়াত: ৮৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4556/article-details.html