প্রশ্ন
আমার এক নাস্তিক বন্ধু আমাকে প্রশ্ন করেছে যে, ইসলাম শান্তির ধর্ম হলে ইসলামে জিহাদের মাধ্যমে মানুষ হত্যার অনুমতি কেন প্রদান করা হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রকৃতপক্ষে ইসলাম শান্তির ধর্ম। মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সমাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে কিভাবে শান্তি লাভ করতে পারে সেই পন্থা ইসলাম বাতলে দিয়েছে। কিন্তু প্রতি যুগেই এমন কিছু মন্দ লোক থাকে যারা সমাজের শান্তি বিনষ্ট করতে সর্বদা সচেষ্ট থাক। এদেরকে দমন করতেই মূলত জিহাদের বিধান। জিহাদের মূল লক্ষ্যই হলো, আল্লাহর জমিনে তাঁর বিধান প্রতিষ্ঠা ও সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কারণ, এসব মন্দ লোকদের দমন না করা হলে এরা সমাজের শান্তি নষ্ট করবে ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সুতরাং জিহাদের উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা, শান্তি বিনষ্ট করা নয়।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
‘তোমাদেরকে যুদ্ধ করার হুকুম দেয়া হয়েছে অথচ, তা তোমাদের কাছে অপছন্দনীয়। হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ কর যা তোমাদের জন্য কল্যণকর। আবার এমনও হতে পারে কোন জিনিসকে তোমরা পছন্দ করো অথচ, তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ সবকিছু জানেন কিন্তু, তোমরা জানো না।’ [সূরা বাকারা, আয়াত: ২১৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4548/article-details.html