প্রশ্ন
আমি শুনেছি, মুরজিয়া মতবাদ নামে একটি মতবাদ আছে। এর ব্যাপারে জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুরজিয়া মতবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ভিন্ন ভ্রান্ত আকিদাপোষণকারী একটি মতবাদ। মূলত আরবী শব্দ আল ইরজা থেকে এর উৎপত্তি। এর অর্থ হলো, (১) বিলম্বিতকরা (২) আশাপ্রদানকরা।
এদের আকিদা হলো, এরা বলে থাকে, ঈমান শুধু মুখের স্বীকৃতি ও মনের বিশ্বাসের নাম। পাপকর্মের দ্বারা ঈমানের কোনো ক্ষতি হয়না। অর্থাৎ, আমল ঈমান থেকে পৃথক একটি বিষয়। এটি আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা পরিপন্থী। আহলে সুন্নতের আকিদা হলো, ঈমান সৎকর্মের দ্বারা বৃদ্ধিপায় আর পাপকর্মের দ্বারা ঘাটতি হয়। যেহেতু এই ভ্রান্ত আকিদার লোকেরা ঈমান থেকে আমলকে পশ্চাৎবর্তী করে দিয়েছে, তাই এদেরকে মুরজিয়া বলা হয়।
তারিখুল মাজাহিবিল ইসলামিয়া ১/১১৯; আল আকিদাতুল ইসলামিয়া ওয়াল ফিরাকুল বাতিলা পৃ: ২৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4542/article-details.html