প্রশ্ন
খারেজী কারা? এদের পরিচয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খারেজী শব্দটি আরবি খুরুজ থেকে নির্গত। যার অর্থ হলো, বের হয়ে যাওয়া। আল্লামা শাহরাস্তানী (রহ.) এর মতে খারেজী বলা হয়, যারা এমন হক ইমামের আনুগত্য থেকে বের হয়ে যায়, যাকে মানুষ ইমাম হিসেবে মেনে নিয়েছে।
ইতিহাসে খারেজী বলা হয় ঐ সকল লোকদেরকে যারা ইসলামের ৪র্থ খলিফা আলী (রা.) এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাঁর দল থেকে বের হয়ে গিয়েছিল। ঘটনাটি এমন:
৩৭ হিজরিতে আলী (রা.) এর খেলাফতকালে খলিফা নির্বাচনকে কেন্দ্র করে মুনাফিকদের চক্রান্তে মুসলমানরা দু’ভাগে বিভক্ত হয়ে যায়। একদল আলী (রা.) এর পক্ষাবলম্বন করে, আর অপরদল মুয়াবিয়া (রা.) এর। দু’দলের মাঝে রক্তক্ষয়ী এক যুদ্ধের অবতারণা হয়, যা সিফফিনের যুদ্ধ নামে প্রসিদ্ধ।
পরিশেষে মুসলমানদের কল্যাণের কথা চিন্তা করে দু’দলই দু’জন বিচারক নির্ধারণ করে। আলী (রা.) এর পক্ষ থেকে আবু মুসা আশআরী (রা.) ও মুয়াবিয়া (রা.) এর পক্ষ থেকে আমর ইবনুল আস (রা.)। পাশাপাশি এই সিদ্ধান্ত হয় যে, তারা উভয়ে যে রায় দিবেন, উভয় পক্ষ তা মেনে নিবে। ইতিহাসে ঘটনাটি সালিস নির্ধারণ নামে প্রসিদ্ধ। সকল সাহাবীদের ঐক্যমতে বিচারব্যবস্থা পৃথকীকরণ ও আলী (রা.) কুফায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
কিন্তু এই সিদ্ধান্তকে অমান্য করে তখনই আলী (রা.) এর দল থেকে একদল লোক বের হয়ে যায়। তাদের বক্তব্য ছিলো, আলী (রা.) মানুষকে বিচারক বানিয়ে আল্লাহর বিধানের অস্বীকার করে কাফের হয়ে গেছেন। পরবর্তীতে এদেরকেই খারেজী নামে আখ্যায়িত করা হয়।
আল বিদায়া ওয়ান নিহায়া ৭/৩০৬; আল আকিদাতুল ইসলামিয়া ওয়াল ফিরাকুল বাতিলা, পৃ: ২১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4534/article-details.html