প্রশ্ন
অনেক সময় দেখা যায়, কিছু মানুষ একত্রিত হয়ে জিকির করতে বসে। আমার প্রশ্ন হলো, এমন জিকিরের মজলিসে বসলে কোনো ফযিলত হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ তাআলার জিকির একাকীও করা যায়। আবার কয়েক জন মিলেও করা যায়।
আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কিছু মানুষ আল্লাহর যিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টিই একমাত্র উদ্দেশ্য হয় তখন আসমান হতে একজন ঘোষক ঘোষণা করেন, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহসমূহ নেকীতে পরিণত হয়েছে।’ [ মুসনাদে আহমদ ৩/১৪২, হাদিস: ১২৪৫৩; শুআবুল ঈমান, হাদিস : ৫৩৪]
তবে কয়েক জন মিলে জিকির করার সময় খেয়াল রাখতে হবে যেন তাদের জিকির এত বেশি জোরে না হয়ে যায় যে, অন্য কারও ইবাদত বা স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4514/article-details.html