প্রশ্ন
মাঝে মাঝে আমাদের এলাকায় এক খ্রিস্টান মিশনারি সাহায্য করে থাকে। আমার জানার বিষয় হলো, তাদের এ সাহায্য গ্রহণ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে তাদের সাহায্য গ্রহণ করতে কোনো অসুবিধা নেই।
হাদিস শরিফে এসেছে,
‘আবু হুমাইদ আসসাঈদি বলেন: আমি রাসূল(সা.) এর সাথে তাবুক যুদ্ধ করেছি। আয়লার বাদশা রাসূল (সা.)-কে একটি সাদা রঙের খচ্চর উপহার দিয়েছেন এবং তাকে একটি চাদর দিয়েছেন।’[সহিহ বুখারি, হাদিস: ২৯৯০]
অন্য হাদিসে এসেছে,
‘আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হুনাইনের দিন সম্পর্কে বলেন: রাসূল (সা.)একটি সাদা রঙের খচ্চরের উপর ছিলেন; যে খচ্চরটি ফারওয়া বিন নুফাছা আলজুযামি তাঁকে হাদিয়া দিয়েছিলেন।’[সহিহ মুসলিম, হাদিস: ১৭৭৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4473/article-details.html